WestBengalBangla

Jan 02 2024, 14:49

*অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কথা জানাতে ঘরে ঘরে অক্ষত আমন্ত্রণ*

কলকাতা : গত সোমবার ১ জানুয়ারি থেকে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কথা জানাতে ঘরে ঘরে অক্ষত আমন্ত্রণ অর্থাৎ অযোধ্যার ভগবান রামের পূজা করা অক্ষত চাল দিয়ে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিষয়ে জানানো হবে।

মঙ্গলবার ২ জানুয়ারি সকালে পানিহাটি বিধানসভায় অন্তর্গত উশুমপুরে অঞ্চলে বেশ কিছু অযোধ্যার রাম মন্দিরের স্বেচ্ছাসেবক রামলালার 'পূজিত অক্ষত', রামের ছবি এবং লিফলেট নিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়ে আগামী ২২ জানুয়ারি ২০২৪ সালে অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রান প্রতিষ্ঠিত হবে সেই সূচনা দেওয়া হয়।সেই সঙ্গে জানানো হয়, ওই দিনটিতে নিজেদের এলাকায় ভগবান রামের পুজো এবং যজ্ঞ করতে।

এছাড়াও প্রত্যেক ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালাতে। এখন পর্যন্ত সব থেকে বড় এই সম্পর্ক অভিযানের মাধ্যমে রাজ্যে প্রায় প্রত্যেকটি গ্রাম ও শহরে জনসংযোগ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।মানুষকে দেওয়ার জন্য একটি বিশেষ 'লিফলেট' ছাপানো হয়েছে। যাতে আবেদন করা হয়েছে যে, মানুষ যেন অযোধ্যায় আসেন।

WestBengalBangla

Jan 02 2024, 12:28

চিৎপুরে যুবকের রহস্য মৃত্যু

চিৎপুরে যুবকের রহস্য মৃত্যুতে খুনের অভিযোগ নিয়ে এলেন পরিবারের সদস্যরা। ওই যুবক বাইক থেকে পড়ে গিয়ে মারা যান। যুবকের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছে।

এই বিষয়ে মৃত যুবকের পরিবার থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ইতিমধ্যে যুবকের ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব।

WestBengalBangla

Jan 02 2024, 11:38

সভায় যোগ দেওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা

কলকাতা: আগামী ৭ জানুয়ারি মেদিনীপুরের নেতাই এর নৃশংস গণহত্যায় শহীদ দিবস উপলক্ষ্যে শুভেন্দু অধিকারী সেখানে যাবেন সভা করতে ও স্মরন অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু এবছর ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হাইকোর্টের নির্দেশ সত্বেও পুলিশ হেনস্থা করা হতে পারে বিরোধী দলনেতা কে। তাই এবার আদালতের থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশ চেয়ে আদালতে আবেদন শুভেন্দুর। ৪ জানুয়ারি শুনানির আশ্বাস বিচারপতি জয় সেনগুপ্তর।

WestBengalBangla

Jan 02 2024, 11:37

বারাণসির ধাঁচে এবার কংসাবতী নদী বক্ষে হবে গঙ্গারতি

মেদিনীপুর শহরে নতুন আকর্ষণের সূচনা হতে চলেছে পৌষ সংক্রান্তিতে। তারই ঘোষণা পৌরসভার পৌরপ্রধানের। বারাণসির ধাঁচে এবার কংসাবতী নদী বক্ষে হবে গঙ্গারতি। এমনটাই উদ্যোগ মেদিনীপুর পৌরসভার। তার সূচনা হচ্ছে পৌষ সংক্রান্তিতে। মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদী তীরবর্তী গান্ধীঘাটকে সাজানো হয়েছে। তার সৌন্দর্যায়ন উপভোগ করতে প্রতিদিন বহু মানুষ সেখানে হাজির হন। আর সেই গান্ধীঘাট এলাকার কংসাবতী নদী বক্ষে নতুন সংযোজন গঙ্গারতি। প্রতি পূর্ণিমা তিথিতে এই গঙ্গারতি হবে। পাশাপাশি প্রতিষ্ঠা করা হবে রাম, সীতা এবং মহাবীরের মন্দির। প্রতিষ্ঠা হবে ওই পৌষ সংক্রান্তিতে।

মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন নদী বক্ষে গঙ্গারতি করার জন্য। যে কারণেই আমরা কংসাবতী নদীতে প্রতি পূর্ণিমা তিথিতে গঙ্গারতি করব। গান্ধীঘাট মানুষের কাছে ব্যাপক আকর্ষণীয়। তার আকর্ষণ আরও বৃদ্ধি পাবে গঙ্গারতি এবং রাম সীতা ও মহাবীরের মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে।"

তিনি আরও বলেন, "মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এখানে দুবার এসেছিলেন। তিনিও প্রশংসা করে গেছেন মেদিনীপুর পৌরসভার এই কাজের। মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করেছিলেন বলেই এই কাজটা করতে পেরেছি।"

WestBengalBangla

Jan 02 2024, 10:18

সাইকেল চোরকে ধরে বেঁধে রেখে মারধর

উত্তর ২৪ পরগনা: বসিরহাট হাসনাবাদের তোকিপুর এলাকার ঘটনা। গতকাল হাসনাবাদ থানার তকিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে একটি সাইকেল চুরি যায়। পাশেই একটি বাড়িতে লাগানো cctv ক্যামেরার ফুটেজ দেখে এলাকার মানুষ সাইকেল চোরদের সন্ধানে বেরোয়।এবং ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি বাজারে তাদের দেখতে পায় এবং সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। এরপর তোকিপুর বাজারে এসে তাদেরকে বেঁধে মারধর করে এবং গায়ে জল ঢেলে দেয় উত্তেজিত গ্রামবাসীরা।ধৃতরা স্বীকার করেছে যে তারা সাইকেলটা চুরি করেছে ।

এলাকার মানুষের দাবি এর আগেও বহু জিনিস চুরি হয়েছে এলাকা থেকে, সব ঘটনাগুলোই এরা ঘটিয়েছে বলে দাবি এলাকার মানুষের ।

ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ এবং তাদেরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং গ্রেপ্তার করে ।

WestBengalBangla

Jan 02 2024, 10:17

সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের সভা

উত্তর ২৪ পরগনা: বসিরহাট মহকুমার সন্দেশখালি ব্লকের সন্দেশখালি তে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস ও প্রাণী দফতরের কর্মাধ্যক্ষ শেখ শাহাজানের নেতৃত্বে জনসভা হল। এদিনের সভা থেকে সরাসরি আক্রমণ করেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, "মেদিনীপুরের নেতা সন্দেশখালিতে এসে দেখাক ওর কত ক্ষমতা"। পাশাপাশি,তিনি আরও বলেন আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজে কি করে সেটা আগে দেখুক। আমরা সন্দেশখালি মানুষের পাশে থাকি ও সব সময় মানুষের জন্যই থাকি এমনটাই তিনি বললেন।

এদিনে সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সন্দেশখালি ব্লক ২ সভাপতি শিবপ্রসাদ হাজরা, সন্দেশখালির পঞ্চায়েত সমিতি সভাপতি রউফানা ইয়াসমিন , সন্দেশখালির যুব সভাপতি শেখ মিজানুর, জেলা পরিষদের সদস্য সুশান্ত সর্দার (উত্তম) মনিপুর অঞ্চলের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলী, খুলনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, সত্য জ্যোতি সান্যাল, ও কোড়াকাটি অঞ্চলের প্রধান লক্ষণ অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ।

WestBengalBangla

Jan 02 2024, 09:38

*2024 will come to India a World Cup trophy?*

Sports News

SBNB: Virat Kohli, Rohit Sharma's first assignment of the year starts tomorrow, January 3. Currently the Indian cricket team is in Cape Town. The second Test against South Africa will start from tomorrow. As the new year approaches, Indian cricket lovers are eager to know what cricket events are there this year. 2024 has multiple events. It also has three World Cups. Rohit Sharma's India did not win the World Cup despite coming very close to 2023.2024 will come to India a World Cup trophy? Before that, know which World Cup is scheduled to be held in 2024.

U-19 World Cup to be held in South Africa

The Under-19 World Cup will begin on January 19 in South Africa.

Men's T20 World Cup to be held in West Indies and USA

The T20 World Cup is scheduled to be held in West Indies and the United States in June 2024. It is still not clear whether Virat Kohli and Rohit Sharma will play in the T20 World Cup.

Women's T20 World Cup to be held in Bangladesh

Indian men's team as well as women's team have a chance to win the World Cup in white ball cricket this year. Harmanpreet Kaur's India will go to Bangladesh to play T20 World Cup in September-October 2024.

WestBengalBangla

Jan 02 2024, 07:43

*কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২রা  জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১১ টা ৩০ নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

WestBengalBangla

Jan 02 2024, 07:42

*শীত গায়েব! বাড়ছে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


জমকালো শীত নয় বরং বছর শুরু হল উষ্ণ ভাবেই। পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় আটকে উত্তুরে হাওয়া। যে কারণে ডিসেম্বরের স্বাভাবিক তাপমাত্রা গায়েব।মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর। যার জেরে ক্রমাগত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে বাংলায়।

 পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরেই ভরা পৌষে বাংলা থেকে উধাও শীত!তবে মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের পাহাড়ি এলাকায়।

এমনিই দক্ষিণবঙ্গে এবছর চেনা শীত গায়েব। বাঁকুড়া, পুরুলিয়ার মত পশ্চিমের জেলাগুলিতে খানিক শীত থাকলেও বাকি জেলায় কার্যত উষ্ণতার অনুভূতি। আসলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। যাতে বাধা পাচ্ছে উত্তুরে হিমেল হাওয়া। যার জেরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়েই চলেছে। হাওয়া অফিস বলছে, আগামী ৪ জানুয়ারি অবধি এমনই থাকবে আবহাওয়া। তবে তারপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায়। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। 

WestBengalBangla

Jan 02 2024, 07:41

*আজকের রাশিফল ২ রা জানুয়ারি ( মঙ্গলবার) *


মেষ রাশিফল (Tuesday, January 2, 2024)

অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভাল প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। গৃহ প্রবেশের পক্ষে শুভ দিন। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন। আজকে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন। আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে। রোমান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাবার, এবং কিছু পানীয়; দিনটিকে এইসব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান।

প্রতিকার :- ঘন ঘন হলুদ রঙের পোশাক পরিধান করলে তা আপনার কর্ম জীবনের জন্য লাভ দায়ক হবে।

বৃষভ রাশিফল (Tuesday, January 2, 2024)

প্রত্যেক মানুষের কথায় কান দিন, আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। অর্থ-সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী / স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এস / তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। আপনাকে চমকে দিয়ে ভাই আপনাকে উদ্ধার করতে আসবে। একে অপরকে খুশি করার জন্য আপনার প্রয়োজন সমর্থন করার এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা। মনে রাখবেন সহযোগিতাই জীবনের মূল উৎস। আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন। নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। আজ, কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়।

প্রতিকার :- কালো ও সাদা রঙের মিশ্রনের জুতো পরিধান করলে আর্থিক উন্নতি হবে।

মিথুন রাশিফল (Tuesday, January 2, 2024)

রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। এটি তাদের আরো আরাম দেবে। বিবেচকের মত বিনিয়োগ করুন। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আজকে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদের কে সমস্যার সম্মুখীন হতে পারে। আজকে আপনি না চাইতেউ কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়ারের থেকে বোকা খেতেও হতে পারে।ব্যাবসার জন্য আজকের দিনটি সাধারণ বলে আশা করা যায়। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার।যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যাক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড অনুভব করতে পারবেন।

প্রতিকার :- মহাদেব কে জল পূর্ণ নারকোল অর্পণ করলে তা আপনার ক্যারিয়ার এর ও ব্যবসার জন্য লাভ দায়ক হবে।

কর্কট রাশিফল (Tuesday, January 2, 2024)

আপনার ঝগড়ুটে ব্যবহার নিয়ন্ত্রণের অধীনে রাখুন যেহেতু এটি আপনার সম্পর্ককে চিরস্থায়ীভাবে নষ্ট করতে পারে।আপনি মুক্ত মন তুলে ধরে এবং কারোর বিরুদ্ধে সব বিদ্বেষ ঝেড়ে ফেলে এটি অতিক্রম করতে পারেন। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন- যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে- তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে। যদি আপনি কিছু ভালবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে।

প্রতিকার :- দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

সিংহ রাশিফল (Tuesday, January 2, 2024)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে- তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন জা আপনার দিকে আসছে। কোনো কারণ বশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুড়তে চলে যাবেন। আজ, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন।

প্রতিকার :- গৃহে সুখ শান্তির জন্য ভৈরব মন্দিরে দুধ ঢালুন।

কন্যা রাশিফল (Tuesday, January 2, 2024)

আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। আপনার কাজ হবে আরাম করা- কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ- সাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন। আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। রোমান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাবার, এবং কিছু পানীয়; দিনটিকে এইসব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান।

প্রতিকার :- আপনার প্রেমের জীবন খুব ভালো ভাবে কাটবে যদি আপনি অন্ধ ব্যক্তিদের সেবা করেন।

তুলা রাশিফল (Tuesday, January 2, 2024)

আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত। নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন। হ্যাঁ, এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। জীবন আজ সত্যিই চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে।

প্রতিকার :- ঘরে লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্যে খুবই লাভকারী।

বৃশ্চিক রাশিফল (Tuesday, January 2, 2024)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। কিছু উত্তেজনা খুঁজে বের করুন।

প্রতিকার :- সাদা মার্বেল পাথরের ওপর চন্দনের টিকা লাগিয়ে তার ওপর জল ঢাললে আপনার খুবই স্মরণ যোগ্য পারিবারিক জীবন হবে।

ধনু রাশিফল (Tuesday, January 2, 2024)

আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন- এবং আজ কেবলমাত্র জরুরী জিনিসই কিনুন। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে।

প্রতিকার :- আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভালো বোঝাপড়া রাখতে রুদ্রাক্ষ তামার মালা দিয়ে পরুন।

মকর রাশিফল (Tuesday, January 2, 2024)

কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে। এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন। ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও-আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরী। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘ মেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে।

প্রতিকার :- শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখলে স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব পরবে।

কুম্ভ রাশিফল (Tuesday, January 2, 2024)

আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি আজ আপনার সাথে থাকতে পারছেন না। আপনি আজ অজানা উত্স থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে। মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন। আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- কাঠের পিঁড়ি বা চৌকির ওপর বসে খেলে বা খাবার সময় জুতো খুলে খেতে বসলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

মীন রাশিফল (Tuesday, January 2, 2024)

আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। কেউ আপনার প্রশংসা করতে পারে। আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে। পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। ব্যবসা আর ব্যাবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন।

প্রতিকার :- বাড়ি এবং কর্মস্থলে মঙ্গল যন্ত্র স্থাপন করলে চাকরি ও ব্যবসার জন্য শুভ হবে।